- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৭-২-২০২৩, সময়ঃ রাত ০৭:০৬
গাইবান্ধায় শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধায় আজ শুক্রবার ছিন্নমুল মহিলা সমিতির হলরুমে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অংশীদারিত্বে এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ সম্পাদক সৈয়দা মৌ জান্নাত।
প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি ও দৈনিক মাধুকরের সম্পাদক কে এম রেজাউল হক ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোকাস বাংলা ও দৃক বাংলাদেশের ফটো সাংবাদিক কুদ্দুস আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক তাজুল ইসলাম রেজা।
এর আগে ২০২২ সালের ২৮ ও ২৯ অক্টোবর দুই দিনব্যাপী কর্মশালায় গাইবান্ধা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সের ২১ জন শিক্ষার্থী অংশ নেয়। গতকাল শুক্রবার দ্বিতীয় পর্যায়ে ১১ জন শিশু সাংবাদিককে ফলোআপ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়।